আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে ‘চোর’ অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চোর অপবাদ দিয়ে তিন কিশোরকে বেধড়ক মারধর করেছে স্থানীয় একদল তরুণ। এতে মাহিন (১৫) নামের এক কিশোর ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত হয়েছে তার দুই বন্ধু রাহাত ও মানিক।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিন ওই গ্রামের মুহাম্মদ লোকমানের ছেলে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, মাহিন ও তার দুই বন্ধু কয়েক দিন আগে কক্সবাজার গিয়েছিলেন। শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে তারা গ্রামে ফিরে আসেন। ভোর পাঁচটার দিকে চেইঙ্গার ব্রিজ এলাকায় বসে গল্প করছিলেন। সে সময় স্থানীয় কয়েকজন তরুণ তাদের ‘চোর’ বলে ধাওয়া করে।

তিনি বলেন, প্রাণ বাঁচাতে তারা একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। সেখান থেকে জোর করে বের করে আনার পর তাঁদের বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। আহত দুই কিশোর এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে তিন কিশোরের চুরি বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য মেলেনি। তাঁদের চোর অপবাদ দিয়ে পরিস্থিতি তৈরি করে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা একই গ্রামের প্রতিবেশি। কোনো পূর্বশত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামে দুজনকে আটক করেছে। তাঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ