
‘পরিকল্পিত বনায়ন, সবুজ বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (IFESC) এর উদ্যোগে এবং আল-আরাফাহ ইসলামিক ব্যাংক পিএলসি এর সার্বিক সহযোগিতায় রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়। দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা। বেলা ১১টায় চবি শহীদ মিনার প্রাঙ্গন থেকে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্ল্যাকার্ড প্রদর্শনীসহ বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঝুলন্ত ব্রীজ এলাকায় এসে শেষ হয়। পরে উক্ত এলাকায় একটি ‘বৈলাম’ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান উপস্থিত ছিলেন এবং তিনি একটি ‘চাপালিশ’ গাছের চারা রোপণ করেন।
রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় চবি ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (IFESCU) হল রুমে অনুষ্ঠিত হয় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপন্ন বৃক্ষ প্রজাতি সংরক্ষণের প্রচেষ্টা: আমাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনার। সেমিনারে সভাপতিত্ব করেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসেন।
চবি বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (IFESC) এর পরিচালক প্রফেসর ড. মো. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো.ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। স্বাগত বক্তব্য রাখেন চবি বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম। সেমিনারে মুক্ত আলোচনা পর্বে নির্ধারিত আলোচক হিসেবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ম্যানেজিং ডিরেক্টর (চলিত দায়িত্বে) মোহাম্মদ রাফাত উল্লাহ খান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ জামশেদ আহম্মদ চৌধুরী ও মো. সালামত উল্ল্যাহ।
র্যালি ও বৃক্ষরোপন অনুষ্ঠানে আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া ও মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের পরিবেশ উন্নয়ন, জীব বৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক সামাজিকভাবে দায়বদ্ধ। এ দায়বদ্ধতার অংশ হিসেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনায়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে বিশেষভাবে আগ্রহী। এছাড়াও সেমিনারে আলোচকগণ দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ব্যাপকভাবে বৃক্ষরোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানসমূহে চবি বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (IFESC) এর শিক্ষক, চবি বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. সোহাগ মিয়া। অনুষ্ঠানে ইনস্টিটিউটের জাতীয় পর্যায়ের কিছু বই অতিথিদেরকে উপহার হিসেবে প্রদান করেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আকতার হোসেন।