আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার-২০২৫ ঘোষণা

মিনহাজুল ইসলাম মাসুম:
ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র-চট্টগ্রামের উদ্যোগে তৃতীয় বারের মতো ঘোষণা হয়েছে ‘ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার’। প্রতি বছর ৪টি ক্যাটাগরিতে (কবিতা, শিশুসাহিত্য, শিক্ষা ও গবেষণা এবং সমাজসেবা) এ পুরস্কার দেয়া হয়। বিজ্ঞ জুরিবোর্ডের সিদ্ধান্তক্রমে যে ৪ জন গুণী লেখক, শিক্ষাবিদ, গবেষক ও সমাজসেবক এবার পুরস্কার পাচ্ছেন, তাঁরা হলেন: প্রফেসর ড, আবু বকর রফীক (শিক্ষা ও গবেষণা), মুহাম্মদ জাফর উল্লাহ (সাহিত্য-প্রবন্ধ) মিজানুর রহমান শামীম (শিশুসাহিত্য) এবং ডা. মো. মোরশেদ আলী (সমাজসেবা)।

আগামী ১৫ নভেম্বর ২০২৫ আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং নগদ সম্মানী তুলে দেয়া হবে বলে জানিয়েছেন ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র-চট্টগ্রামের সভাপতি লেখক ও গবেষক মিনহাজুল ইসলাম মাসুম। তিনি আরও জানিয়েছেন, ‘১৮৫৭ সালের ব্রিটিশ বিরোধী সংগ্রামের এ অমর মহানায়ক আজ সর্বত্রই অবহেলিত। হাবিলদার রজব আলী খাঁর নাম বললেও কেউ জানেন না বা চিনতে পারেন না। তার সংগ্রামী জীবনে যে অবদান রেখেছেন-তার কিছুটা দায় শোধ করতে এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ