আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

বান্দরবান থানচিতে খাদ্য ভিত্তিক পুষ্টি ফালিত বিষয়ে প্রশিক্ষন অনুষ্টিত

শহিদুল ইসলাম(শহিদ) থানচি বান্দরবান:

তিনদিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফালিত) বিষয়ে মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ইত্যাদি ধর্মিয় প্রতিষ্টানের ধর্মীয় গুরু, সাংবাদিকসহ কিষান কিষানি অংশ গ্রহনে অনুষ্টিত হয় । উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এবং বাংলাদেশ (ফলিত) পুষ্টি গবেষণা ও প্রশিক্ষন ইনিস্টিটিউট প্রশিক্ষনের বাস্তবায়ন করেন ।

অনুষ্টিত প্রশিক্ষনে বাংলাদেশ (ফলিত) পুষ্টি গবেষণা ও প্রশিক্ষন ইনিস্টিটিউট প্রশিক্ষন চট্রগ্রাম বিভাগীয় অফিসের প্রশিক্ষক হিসাবে উর্ধ্বতন বৈ:নিক কর্মকর্তা জহিরুল উল্লাহ ,বৈ:কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক । প্রশিক্ষনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার সুদর্ষন সিকদার ।
তিনদিনব্যাপি অনুষ্টিত প্রশিক্ষন শেষে আজ ১২ নভেম্বর সোমবার দুপুর ১টায় ৩০ জন কৃষান কিষানী ও ৩০ জন পেশাজীবীকে সম্মানী ভাতা দেওয়া হই এতে যারা অংশ গ্রহন করেন তারা হলেন মৈত্রী শিশু সদনের ধর্মীয় গুরু উ:বিচারা ভিক্ষু,থানচি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আনিছ উল্লাহ মোবারক,শান্তিরাজ মিশনের পাল পুরোহিত ফাদার রর্বাট রবি নকরেক,থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা ।
আরো অংশ গ্রহন করেন যথাক্রমে উপজেলা উপ সহকারি কৃষি অফিসার হুমায়ুন কবির ,মং চ প্রু মার্মা,মোহাম্মদ আনোয়ার করিম, অমর জিৎ দে, ,মোহাম্মদ আরফুর রহমানসহ ৬০জন প্রশিক্ষানার্থীরা ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ