
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে পড়ে নিখোঁজ হয়েছেন আনোয়ার আজম খান (৪০) নামের এক জাহাজ তত্ত্বাবধায়ক।
রোববার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে সাগরের পতেঙ্গা অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আজম নোয়াখালীর সেনবাগ এলাকার নুরু খানের ছেলে। তিনি ‘নবাব খান’ নামে একটি জাহাজের তত্ত্বাবধায়ক।
জাহাজের ক্রেন অপরাটের আব্দুল মোতালেব জানান, ওই জাহাজ থেকে তিনদিন আগে তারা নেমে আসেন। জাহাজটি ১৮ দিন ধরে নোঙর করে আছে। রোববার রাতে জাহাজে কাজ শেষে নামার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন তত্ত্বাবধায়ক আনোয়ার আজম খান। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, এ ঘটনায় রোববার (১৭ আগস্ট) রাতে সাধারণ ডায়েরি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।