
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ওপার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী আরকান আর্মির দুই সহযোগীকে আটক করেছে বিজিবি।
রোববার (১৭ আগস্ট) মধ্যরাতে কক্সবাজারে বিজিবির ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুরে তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তুমব্রু বিওপির সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সহযোগী।
আটককৃতরা হলেন, আরাকান আর্মির সহযোগী মিয়ানমারের মংডু টাউনশিপের ডেকুবুনিয়া গ্রামের উছলা চাকমার ছেলে উলাই চাকমা (২৪) এবং অন্যজন বাংলাদেশের রাঙ্গামাটি শহরের জ্ঞান রঞ্জন চাকমার ছেলে নয়ন চাকমা (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেছে বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।
আটকদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়ার জন্য নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।