আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

চবিতে শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনে তালা, বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শতভাগ আবাসন সুবিধা নিশ্চিতসহ ৫ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে প্রশাসনিক ভবনে তালা দেন তারা। এর আগে দুপুর ১টায় প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘হয় আবাসন ভাতা দে, নাইলে গদি ছাইড়া দে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মুলা না আবাসন, আবাসন আবাসন’, ‘১০০ টাকার প্রহসন, মানি না মানবো না’, ‘১০০ টাকার ভিক্ষুক, তারা নাকি শিক্ষক’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে স্পোর্টস সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী মো. মাহফুজ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এত বড় আয়তন, কিন্তু শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হল নেই। প্রশাসন চাইলে সরকারের বাজেট এনে বহুতল হল নির্মাণ করতে পারে। কিন্তু প্রশাসনের সেই সদিচ্ছা নেই। দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাজেট ও আবাসনের দিক থেকে সবার নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো–
১. শতভাগ আবাসন নিশ্চিতকরণ। শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। আজকেই সিন্ডিকেট সভা করে আধুনিক এবং বহুতল হল নির্মাণের সিদ্ধান্ত নিয়ে রূপরেখা প্রকাশ করতে হবে।
২. আবাসন ভাতা নিশ্চিতকরণ। শতভাগ আবাসন না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের উপযুক্ত আবাসন ভাতা প্রদান করা বাধ্যতামূলক করতে হবে।
৩. অবৈধভাবে হলে অবস্থানকারী ছাত্র-ছাত্রীর তালিকা শনাক্তকরণ। সকল হলে অবৈধভাবে অবস্থানকারী ছাত্র-ছাত্রীর তালিকা শনাক্ত করে অনতিবিলম্বে তাদের হলের সিট বাতিল করে তাদের হল প্রস্থান করতে বাধ্য করতে হবে।
৪. হলের আবেদনে ১০০ টাকা নেওয়ার প্রহসন বন্ধ করা। হলের আবেদনে এ যাবৎকালে যতবার ১০০ টাকা করে নিয়ে হলের রেজাল্ট নিয়ে প্রহসন হয়েছে, সেসকল বার যেসব শিক্ষার্থীকে সিট দেওয়া হয়নি তাদের ১০০ টাকা অনতিবিলম্বে ফেরত দিতে হবে।
৫. মেয়েদের হলে ডাবলিং প্রথা নিয়ে হওয়া সকল প্রহসনের নিরসন করতে হবে। মেয়েদের হলে ডাবলিং প্রথা বন্ধ করে ডেকার বেড প্রথা চালু করতে হবে৷

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ