
আনোয়ারা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী জুইঁদন্ডী ইউনিয়ন শাখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগীয় কর্মপরিষদ সদস্য মাওলানা এনামুল হক।
সাবেক ইউনিয়ন সভাপতি ও আনোয়ারা উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আহমদ নুরের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি মেম্বার নুরুন্নবীর পরিচলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা , হাফেজ মাওলানা এহসান, হাজী আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা এনামুল হক বলেন, “শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কুরআনের একজন খাদেম ছিলেন, একই সাথে দ্বীন কায়েমের আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন। তাঁকে মেডিকেল কিলিং করা হয়েছে। হাসিনার ভরাডুবি হবে জেনেই তড়িঘড়ি করে পরিবারকে না জানিয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় হত্যার উদ্দেশ্যে। শুধু হত্যা নয়, তার জানাজাকেও ভয় পেয়েছিল স্বৈরশাসক হাসিনা-যার কারণে ঢাকার বুকে জানাজা করতে দেয়নি।”
সভাপতির বক্তব্যে আহমদ নুর বলেন, “আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল রাসুলুল্লাহ ﷺ এর রেখে যাওয়া দ্বীন কায়েম করা। সেই স্বপ্নের ভয়ে স্বৈরাচার হাসিনা তাকে দেশ ও জাতির নেতৃত্ব থেকে দূরে রেখেছে।”
ওয়ার্ড মেম্বার নুরুন্নবী বলেন, “শহীদ আল্লামা সাঈদীর জীবন থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। একজন খাঁটি মুসলিম হতে হলে তাঁর শহীদি জীবন হবে অন্যতম পাথেয়।”
বক্তারা অবিলম্বে মেডিকেল হত্যায় জড়িত চিকিৎসকসহ সকল পরিকল্পনাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
পরিশেষে প্রধান অতিথি মাওলানা এনামুল হকের দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।