আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ফ্লাইওভারের নাটবল্টু চুরির সময় হাতেনাতে আটক ১১ যুবক

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের ফ্লাইওভারের ওপর থেকে নাটবল্টু ও লোহা চুরির সময় ১১ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকত্যা (ওসি) সোলাইমান।

তিনি জানান, বিকেলে শহরের পাঁচলাইশ এলাকায় ২ নাম্বার গেট ফ্লাইওভারের ওপরের অংশ থেকে প্রথমে তিনজনকে আটক করে স্থানীয়রা পুলিশে দেন। এরপর সেখান থেকে আরও আটজনকে আটক করে পুলিশ। আটক যুবকদের থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক ওই ফ্লাইওভারের কাঠামো থেকে নাটবল্টু খুলে সংগ্রহ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে যান। ধাওয়া দিলে চোররা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেন স্থানীয়রা।

উল্লেখ্য, ১৫ কোটি টাকা ব্যয়ে ২০১৪ সালে মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত ৪ কিলোমিটার ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু হয়। এরপর ২০১৭ সালে যান চলাচল শুরু হয়। ২০১৯ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়। রক্ষণাবেক্ষণ ও তদরকির অভাবে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত লোহার নিরাপত্তাবেষ্টনী খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওপরে ফেলেছে গাছ আর লাইট স্ট্যান্ড। রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিনিয়ত চুরি হয় ফ্লাইওভারের নাট-বল্টু। বর্তমানে এই ফ্লাইওভার দিয়ে দিনে ৮০ হাজারের মতো যানবাহন চলাচল করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ