
শফিউল আলম, রাউজান: শ্রীপতি রঞ্জন বিশ্বাস এর কবিতাগ্রন্থ ‘ছন্দময় পংক্তিমালা’র’ প্রকাশনা অনুষ্ঠান, স্মৃতি চারণ ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
(১২ আগষ্ট) মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটি গ্যালারী হলে অনুষ্ঠিত প্রকাশনার মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রকাশ দাশ গুপ্ত। অতিথি ছিলেন চট্টগ্রাম ফিল্ম ইন্ডাস্ট্রির সভাপতি শৈবাল চৌধুরী, মঞ্চ মুকুট নাট্যজন সুচরিত দাশ খোকন, কবি লেখক অভিক ওসমান, সাংবাদিক রমেন দাশ গুপ্ত, সাংবাদিক মিঠুন চৌধুরী, আবৃত্তিকার প্রীতম দাশ, আবৃত্তিকার প্রণব চৌধুরী, মোজাহিদুল ইসলাম, জয়নাল আবেদিন, ভাস্কর রায়।
আলোচনা অংশ নেন কবি পত্নী শিখা বিশ্বাস, পুত্র শান্তনু বিশ্বাস, কন্যা শর্মিলী বিশ্বাস, কন্যা সুপর্না বিশ্বাস, প্রিয়াংকা বিশ্বাস, স্মারন্যা বিশ্বাস, প্রিয়াঙ্কা বিশ্বাস প্রমুখ। প্রাণবন্ত প্রকাশনা অনুষ্ঠানে কবিতার ছন্দময় প্রয়াত লেখক শ্রীপতি রঞ্জন বিশ্বাসের সত্ব উপলব্ধ স্মৃতি চারণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। পরে প্রকাশিত কবিতাগ্রন্থ ‘ছন্দময় পংক্তিমালা’র কবিতা পাঠ করা হয়। উল্লেখ, প্রয়াত লেখক শ্রীপতি রঞ্জন বিশ্বাস ১৯৪১ সালের ১৩ মার্চ রাউজান উপজেলা র বিনাজুরী ইউনিয়নের বিশ্বাস বাড়িতে জম্ম গ্রহণ করেন। ২০২১ সালের ১১ আগষ্ট পরলোক গমন করেন।