
শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় স্কোপোলামিন নামক বিপজ্জনক ড্রাগ ( শয়তানের নিঃশ্বাস) ব্যবহার করে এক ব্যবসায়ীর দোকান থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে নোয়াপাড়া পথেরহাটস্থ ভারতশ্বরী প্লাজার “আবুধাবি স্টোরে” এ ঘটনা ঘটে।প্রতারিত ব্যবসায়ী ওহিদুর রহমান (বদু) জানান, ওই সময় দুই ব্যক্তি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে একটি বিদেশি ডলার দেখিয়ে আসল কিনা পরীক্ষা করতে বলেন। ডলারটি যাচাই করার জন্য তিনি চোখের কাছে নিলে এবং কিছুক্ষণ কথাবার্তা চলার পর হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন।প্রায় এক ঘণ্টা পর তার জ্ঞান ফিরে আসলে দেখেন, দোকানের ক্যাশ ড্রয়ার খোলা এবং তাতে থাকা ১ লাখ ৪২ হাজার টাকা উধাও।নোয়াপাড়া ভারতশ্বরী প্লাজার ব্যবসায়ী আনিসুর রহমান রুবেল জানান, দুপুরে নগদ কোম্পানির এক ডিএসআর জাহেদ তাঁকে জানায়, ভারতশ্বরী গলির শেষ প্রান্তের একটি স্বর্ণের দোকানে ফেসবুকে ভাইরাল প্রতারকদের মতো দেখতে দুই ব্যক্তি এসেছে। সন্দেহ হওয়ায় তিনি দোকানের কর্মচারী পাঠিয়ে স্বর্ণের দোকানকে সতর্ক করেন। কিছুক্ষণ পর খবর পান, তাঁর জেঠাত ভাই ওহিদুর ওই প্রতারকদের শিকার হয়েছেন। পরবর্তীতে ফেসবুকের ভিডিও দেখিয়ে প্রতারকদের পরিচয় নিশ্চিত করা হয়।সম্প্রতি দেশে এই ধরনের অপরাধে ব্যবহৃত হচ্ছে স্কোপোলামিন নামের এক ধরনের ড্রাগ, যা স্থানীয়ভাবে “শয়তানের নিঃশ্বাস” নামে পরিচিত। এটি তরল বা পাউডার দুইভাবেই পাওয়া যায়। কাগজ, কাপড়, ভিজিটিং কার্ড এমনকি মোবাইলের স্ক্রিনেও লাগিয়ে, টার্গেট ব্যক্তির নাকের কাছে ধরলেই কিছুক্ষণের মধ্যে মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভুক্তভোগী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, স্কোপোলামিন নাকের চার থেকে ছয় ইঞ্চি দূরত্বে এলেই প্রভাব ফেলতে শুরু করে এবং ১০ মিনিটের মধ্যেই স্মৃতিশক্তি ও সচেতনতা নষ্ট করে দেয়। কারও ক্ষেত্রে এক ঘণ্টার মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে এলেও, অনেকে তিন-চার ঘণ্টা পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পান না।
স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত প্রতারক চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ।