আজ : বুধবার ║ ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

রাউজানে আমন ধানের চারা রোপনে ব্যস্ত কৃষকরা

শফিউল আলম, রাউজান: রাউজানের মাঠে মাঠে এখন চলছে রোপা আমন রোপণে এই উপজেলার কৃষকদের ব্যস্ততা। বীজতলা প্রস্তুুত হওয়ার পর থেকে শুরু হয়েছে জমিতে ধানের চারা রোপণ। জুলাই মাসের শুরু হতে ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষের মাধ্যেমে আমন ধানের চারা রোপনের জন্য প্রস্তুুত করছেন এই উপজেলার কৃষকেরা। ইতিমধ্যে সারা রাউজানে জমিতে হাল চাষ ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক পরিবারগুলো।তবে কোটা আন্দোলনের কারণে শ্রমিকের কিছুটা সংকট পড়ছে।

এই উপজেলায় প্রায় ৩৫হাজার কৃষক পরিবার কৃষিকাজে জড়িত রয়েছে। প্রায় সাড়ে ১৮হাজার কৃষক চলতি আমন ধান উৎপাদনে জড়িত।কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, রাউজানের উচৃ এলাকার ফসলী জমিতে আমন ধানের চারা রোপন চলছে । নিচৃ এলাকার ফসলী জমিতে আমন ধানের চারা রোপন করার প্রস্তুতি নিয়েছে কৃষকরা উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষি জমিগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে হাড়ভাঙা পরিশ্রম করছেন কৃষকরা।

রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর, গলাচিপাা, জানিপাথর, বানারস, বৃকবানপুর, বৃন্দ্বাবন পুর, সিংহরিয়া, গর্জনিয়া, হচ্চার ঘাট, শিরনী বটতল, উত্তর সর্তা, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া, লঠিছড়ি, কেউকদাইর, পুর্ব ডাবুয়া, রোয়াইঙ্গা বিল, হাসান খীল, সুড়ঙ্গা, হিংগলা, মেলুয়া, কলমপতি, দক্ষিন হিংগলা, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, পাঠান পাড়া, সন্দ্বীপ পাড়া, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতোয়ালী ঘোনা, কাজী পাড়া, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নদীম পুর, রাউজান পৌরসভার পুর্ব রাউজান, ঢালার মুখ, জঙ্গল রাউজান, আইলী খীল, ওয়াহেদের খীল, পশ্চিম রাউজান, হাজী পাড়া ,শরীফ পাড়া ঢেউয়া পাড়া, সাপলঙ্গা, দলিলাবাদ, সাহানগর, ছত্রপাড়া, ছিটিয়া পাড়া, সুলতান পুর কাজী পাড়া পশ্চিম সুলতান পুর, পুর্ব গহিরা, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা, জাম্বইন, ইদিলপুর, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, জয়নগর, রশিদর পাড়া, মুখছড়ি, চেহেরী খীল, রানী পাড়া কেউটিয়া, খলিলাবাদ, শমশের নগর, ভোমর ঢালা, কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, পশ্চিম কদলপুর, ভোমর পাড়া, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, মহামুনি, বহলপুর এলাকার ফসলী জমিতে কৃষকরা আমন ধানের চারা রোপন করছেন।

রাউজানের দক্ষিণ হিংগলা এলাকার কৃষক কাজী আসলাম বলেন, দশ একর জমিতে এবার আমন ধানের চারা রোপন করছেন। দশ একর জমির মধ্যে ৭ একর জমিতে আমন ধানের চারা রোপন শেষ করেছে। অবশিষ্ট তিন একর জমিতে আমন ধানের চারা রোপন করছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুম কবির বলেন, ‘চলতি মৌসুমে ১২ হাজার ২০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে ৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের চারা রোপন করা হয়েছে। অবশিষ্ট জমিতে আমন ধানের চারা রোপন চলছে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ