
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেছেন, চিকিৎসা, সামাজিক উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে ডা. এ কে এম ফজলুল হক উত্তরোত্তর ভূমিকা রেখে যাবেন। চট্টগ্রামের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য তার সব কর্মকাণ্ড অব্যাহত রাখবে। এর মাধ্যমে চট্টগ্রামের সংস্কৃতিতে নতুন নতুন ইতিহাস এবং ঐতিহ্য সৃষ্টি হবে।
সোমবার(১১ আগস্ট) রাতে ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম-৯ আসনের সেন্টার কমিটির এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড আমির ওয়াহিদ মোর্শেদ এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড সেক্রেটারি নাছের সওদাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।
এছাড়া বক্তব্য রাখেন বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, আসন পরিচালনা কমিটির সচিব তাওহীদ আযাদ, থানা নায়েবে আমির আবুল মনছুর, থানা সেক্রেটারি নুর আহমদ এবং বিশিষ্ট ব্যাংকার ইয়াকুব আলী প্রমুখ।
ফয়সাল মুহাম্মদ ইউনুছ আরও বলেন, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কর্মকাণ্ডে ডা. এ কে এম ফজলুল হক ইতোমধ্যেই সুনাম অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা, বৃত্তি প্রদানসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন। চিকিৎসা সেবায় তিনি দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ সরবরাহ ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি পরিচালনা করেছেন। সামাজিক কর্মকাণ্ডে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, ত্রাণ বিতরণ ও দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে, যা তাকে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে।