আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে গভীর রাতে আ. লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আটক ১৮

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় গভীর রাতে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ মিছিল করে তারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়।

এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। তাদের হামলায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে পুলিশ ও সেনাবাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৮ জনকে আটক করেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার (১১ আগস্ট) গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। এসময় দেশীয় অস্ত্র দিয়ে এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মাথা ও হাতে গুরুতর জখম হয়েছেন তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেছে এমন খবর পেয়ে সেখানে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। তাদের হামলায় এক এসআই গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ