আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

অবৈধ গ্রাম অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে সিএমপি’র অভিযান অব্যাহত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও গ্রাম সিএনজি অটোরিকশা চলাচল অনুমোদিত নয় বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপি বলছে, এসব যানবাহনের কারণে নগরে তীব্র যানজট তৈরি হচ্ছে, সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞাপ্তি এই তথ্য জানানো হয়।

গণবিজ্ঞাপ্তিতে বলা হয়, ব্যাটারি চালিত অটোরিকশা এবং গ্রাম সিএনজি চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলের জন্য অনুমোদিত নয়।

এসব যানবাহনের কারণে নগরে তীব্র যানজটসহ সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। অধিকন্তু ব্যাটারি চালিত অটোরিকশা চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি এসব যানবাহনের চালক হিসাবে নিয়োজিত হচ্ছে। ফলে প্রায়ই অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা ঘটছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে এই ধরণের অবৈধ গ্রাম সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এই অভিযান আরও বেগবান করা হয়েছে। নাগরিকদের প্রতি অনুরোধ চট্টগ্রাম মহানগর এলাকায় অনুমোদনবিহীন সকল প্রকার যানবাহন ব্যবহার থেকে বিরত থাকুন। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করুন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সহযোগিতা চট্টগ্রাম মহানগরকে যানজটমুক্ত, নিরাপদ ও সুন্দর রাখতে সহায়ক হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ