
চট্টগ্রাম জেলা ও মহানগরে বরাদ্দকৃত সিএনজি অটোরিক্সা অবিলম্বে হস্তান্তর করার দাবীতে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা ও নগর কমিটির আলোচনা সভা রোববার (১০ আগষ্ট) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশন মাননীয় মেয়র ডাঃ শাহাদাৎ হোসেন। প্রধান বক্তা ছিলেন হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর কমিটির সভাপতি মোঃ মধু সরকার, সাধারণ সম্পাদক শিপন, চট্টগ্রাম জেলা কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন মালিক সমিতি ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
পড়েছেনঃ ২৩