আজ : বুধবার ║ ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই সফর, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় ইভটিজিং রোধে অভিযান, ৩ জনকে অর্থদণ্ড

 

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার ছমদিয়া পুকুর পাড়, জলিলের দোকান, করাইয়ানগর, পৌরসভার কলেজ রোড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে আকস্মিক অভিযান চালিয়ে তিন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।

পরে তারা মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ঘোরাঘুরি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেখানে ইভটিজিং হবে, সেখানেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ছাত্রীরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ উপজেলা নির্বাহী অফিসারের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ