আজ : শনিবার ║ ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১লা সফর, ১৪৪৭ হিজরি

প্রায় ১০ ঘন্টা পর সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর রাঙামাটির সাজেক সড়কে ফের যান চলাচল শুরু হয়েছে। আটকে পড়া ৪২৫ পর্যটক নিরাপদে ফিরে গেছেন।

সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ৩টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ জানান, পাহাড় ধসে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। পাহাড় ধসের মাটি অপসারণের পর যান চলাচল শুরু হয়েছে। আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরে গেছেন। এখন পর্যটকরা স্বাভাবিকভাবেই সাজেকে যাওয়া-আসা করতে পারবেন।

সাজেকের লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, সাজেকে আটকে থাকা প্রায় ২৫টি গাড়ি পর্যটক নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে গেছে।

অন্যদিকে, খাগড়াছড়ির লাইনম্যান মো. সৈকত জানান, খাগড়াছড়ি থেকে ১৫টি পিকআপ, ৫টি চাঁদের গাড়ি, ১০-১২টি সিএনজি ও ৮টি সাফারি জিপযোগে প্রায় ৪০০ পর্যটক সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

উল্লেখ্য, বুধবার (২৩ জুলাই) রাতের ভারী বর্ষণে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ