আজ : শনিবার ║ ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১লা সফর, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমজাদ হোসেন নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের মালবাড়ির আলী আহাম্মদের ছেলে।

নিহতের ছোট ভাই মো. রিয়াদ হোসেন বলেন, ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে বাইরে যায় আমজাদ। এ সময় রিকশার ব্যাটারির চার্জের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তার স্ত্রী দেখতে পান, সে রিকশার পাশে পড়ে আছে। চিৎকার শুনে আমরা গিয়ে দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাই। তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ