আজ : শনিবার ║ ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১লা সফর, ১৪৪৭ হিজরি

কর্ণফুলী টানেলে একমুখে গাড়ি চলবে টানা চার রাত

মুহাম্মদ এনামুল হক (চট্টগ্রাম) আনোয়ারা : দৈনন্দিন রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা চার রাত আংশিকভাবে বন্ধ থাকবে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের একটি টিউব। এ সময় নিয়ন্ত্রিতভাবে একমুখী যান চলাচল চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেট ফ্যান পরিষ্কার, রোড মার্কিংসহ নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা টু আনোয়ারা’মুখী টিউবটি বন্ধ থাকবে। এ সময় ‘আনোয়ারা টু পতেঙ্গা’মুখী টিউব দিয়ে নিয়ন্ত্রিতভাবে উভয়মুখী যান চলাচল চালু থাকবে।

সেতু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সময় টানেলের দুই প্রান্তে যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন যানবাহন চলাচলের নিরাপত্তা ও স্বাভাবিকতা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেলের কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হয়। এ জন্য সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ