দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম জননেতা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আজ ৪ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় এক দোয়া মাহফিল সংগঠনের সভাপতি মোর্শেদ আলম চৌধুরীর সভাপতিত্বে নগরীর তনজিমুল মোছলেমিন এতিমখানায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খান, রোগীকল্যাাণ সমিতির অর্থ সম্পাদক হাফেজ মোঃ আমানউল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর ওলামা লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিদ্দিকী, তনজিমুল মোছলেমিন এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দীন হেজাজী, ডাঃ জামাল উদ্দীন, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সালাউদ্দীন লিটন, বোরহান উদ্দীন, ইরফান উদ্দীন তাসকিন, সাবেক ছাত্রনেতা সালাউদ্দীন লিটন, মাওলানা আবদুর রহিম, হাফেজ মোঃ লিয়াকত, হাফেজ মোঃ আনোয়ার, হাফেজ মোঃ ফজলুল হক। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জামাল উদ্দীন হেজাজী। সভায় প্রধান অতিথি সাংবাদিক আবু সুফিয়ান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মরহুম জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশের একজন কৃতিপুরুষ, গুণী রাজনীতিবিদ। মানুষের কল্যাণ আর আওয়ামী রাজনীতিতে আজীবন অবদান রাখার কল্যাণে তিনি জনমানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। যার হাজার হাজার কর্মী, আজ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে দেশ বিদেশে প্রতিষ্ঠিত। তিনি আরো বলেন শুধু রাজনৈতিক হিসেবে একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক, দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে মরহুম জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু দেশের জন্য অনেক অবদান রেখে গেছেন। চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগে সভাপতি হিসেবে চট্টলার আওয়ামী রাজনীতিকে যেমন সুসংগঠিত করেছেন। ৭৫ পরবর্তী জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ আওয়ামীলীগের চরম দুঃসময়ে জননেতা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু কান্ডারীর ভূমিকা পালন করে ইতিহাসের পাতায় চির স্মরণীয় স্থান করে নিয়েছেন।