
নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মার্দাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মৃত আহমুদুর রহমানের সম্পত্তি জবর দখলের চেষ্টা ও পরিবারের উপর বারবার হামলার প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
গত ২১ মার্চ সাতকানিয়ার একটি হলরুমে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরাসহ ফখরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানা গেছে, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ ওঠেছে একই এলাকার ফেরদৌস শিকদারের বিরুদ্ধে।
এসময় ফখরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ফেরদৌস শিকদার গং দীর্ঘদিন যাবত তাদের জায়গা জবরদখল করে আছেন ও তার পরিবারের উপর বারবার হামলা করে যাচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে সাতকানিয়া থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। এসময় তিনি স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতার দাবি জানান।
পড়েছেনঃ ৩৯