আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

 ‘রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দারিদ্র দূরীকরণ সম্ভব’ -সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী বলেছেন, ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে যাকাতও একটি।

 

ইসলামি বিধান অনুযায়ী সাত দশমিক পাঁচ তোলা স্বর্ণ ও বায়ান্ন দশমিক পাঁচ তোলা রুপার সমপরিমাণ টাকা থাকলে সে ব্যক্তিকে শতকরা দুই দশমিক পাঁচ টাকা পরিমাণ যাকাত আদায় করতে হয়। দেশে যে পরিমাণ করদাতা রয়েছেন তার অর্ধেকও যদি ইসলামী শরীয়ত মতে সম্পদের অর্ধেক পরিমাণ যাকাত দেয় এবং এ যাকাত যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আদায় করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যয় করা হয় তাহলে বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণ সমস্যা হয়ে দাঁড়াবে না।

 

তিনি আজ শুক্রবার (২১ মার্চ) বিকেল ৫ টায় সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের নবজাগরণ একতা সংঘের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

ইব্রাহিম চৌধুরী আরও বলেন, যাকাত ইসলামে একটি অপরিহার্য ইবাদত। যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে তাকে তা আদায় করতে হবে। ফরজ হওয়া সত্ত্বেও যারা যাকাত আদায় করে না বা এর ফজিলতকে অস্বীকার করে তারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে অনুযায়ী যাকাত দেয়নি, কেয়ামতের দিন তা বিষধর স্বর্পরূপে উপস্থিত হয়ে গলায় পেঁচিয়ে দংশন করবে। এছাড়া যাকাত আদায়ের বিষয়ে কুরআন ও হাদিসে অনেক শাস্তির বিধানের কথা বর্ণনা করা হয়েছে। তাই প্রত্যেকের উচিত ধর্মীয় বিধান অনুযায়ী যাকাত আদায় করা।

 

চট্টগ্রামস্থ হালিশহর নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. ফোরকানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, মরহুম আবু তাহের ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. আমান উল্লাহ , আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলার সহ সভাপতি নুরুল ইসলাম রাজা ও পুরানগর ইউনিয়ন বিএনপি নেতা মো. জসিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন, উত্তর মনেয়াবাদ জামে মসজিদের খতিব মাওলানা রশিদ আহমদ বাহারি।

 

হাফেজ মো. ইসমাইল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নবজাগরণ একতা সংঘের সভাপতি মো. জমির উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ ও অর্থ সম্পাদক ইমরান বিন সালেহ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ