আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয় ব্যবসাকে সেবা ও ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে – ডা. শাহাদাত হোসেন

দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম আপনাদের শহর। এই শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের, আমাদের সবার। যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক-পলিথিন ফেলে শহরকে দূষিত করা যাবেনা। ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে এবং নালা-নর্দমাগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। নালা-নর্দমায় যদি ময়লা-আবর্জনা ও পলিথিন-প্লাস্টিক ফেলি এসব অপচনশীন দ্রব্য নালাতে আটকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে। পানি উঠলে আপনাদের ঘরবাড়িই প্লাবিত হবে। তাই জলাবদ্ধতা সমস্যা নিরসনে আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা নিজেরা সচেতন না হলে জলাবদ্ধতা নিরসনে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হলেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবেনা। চট্টগ্রামকে একটি গ্রীণ, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সেবক হিসেবে দায়িত্ব পালনে আমি কোন ধরণের কার্পণ্য করবোনা।

 

তিনি আরও বলেন, রমজান মাসে বিশ্বের অন্যান্য দেশে পণ্যমূল্যে ছাড় দেওয়া হলেও আমাদের দেশে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি এবং অধিক মুনাফা লাভের একটি অসুস্থ প্রতিযোগীতা দেখা যায়। আমি ব্যবসায়ী ভাইদের অনুরোধ করবো তারা যেন অতিরিক্ত মুনাফা না করে পণ্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখে। ব্যবসাকে শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয় গ্রাহকের সেবা ও ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। আমি বহদ্দারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির এই মহৎ উদ্যোগেকে আমি সাধুবাদ জানাই। তারা সবসময় এলাকার মানুষের সুখে-দু:খে ছিল এবং আগামীতেও থাকবে।

 

আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১২টায় নগরীর বহদ্দারহাট এলাকায় বহদ্দারহাট কাঁচা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও বরাদ্দপ্রাপ্ত দোকান স্টল মালিক সমিতির যৌথ উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সমিতির পক্ষ থেকে ৫০০জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না, জনগণকে বঞ্চিত করে তারা তাদের নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। আমাদের একমাত্র লক্ষ্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া ও একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের মেন্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করবে।

 

বহদ্দারহাট দোকান স্টল মালিক সমিতির সভাপতি ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ সেকু’র সভাপতিত্বে ও চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম,সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো. বখতিয়ার, সাবেক সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবদুল আজিজ, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মসিহউদ্দৌলা জাহাঙ্গীর, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আইয়ুব, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ম.হামিদ, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক বদি সওদাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক এম. আবু বক্কর রাজু, মহানগর যুবদলের সহ-সম্পাদক সাইদুল ইসলাম, স্টোর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজিদ হাসান রনি, আবু বক্কর বাবু, শফিউল্লাহ মামুন, বিএনপি নেতা আবদুল মান্নান, জহুরুল ইসলাম জহির, সাদ্দাম হোসেন, খোরশেদ আলম, মোক্তার হোসেন পারভেজ আলম, মোহাম্মদ মুরাদ, মঞ্জুর আলম, মো. ইউসুফ, মো. শাহালম, সাফায়েত হোসেন সোহান, শিপু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বহদ্দারহাট বাজার সমিতির নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ