আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম কিডস কালচারাল শিশু উৎসব ও মিলনমেলার সমাপনীতে সিটি মেয়র আ.জ.ম নাছির বলেন- শিশুদেরকে আনন্দ আর উৎসাহের সহিত সৃজনশীলতায় মনোনিবেশ ঘটাতে হবে

দেশচিন্তা নিউজ ডেস্ক:

এসো সবাই হাসতে শিখি, দেশকে ভালোবাসতে শিখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিডস কালচারাল ইন্সিটিটিউট এর ২৫ বছরপূর্তিতে ২দিনব্যাপী শিশু উৎসব ও মিলনমেলার সমাপনী অনুষ্ঠান ০৩ নভেম্বর বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে কাউন্সিলর রোটারিয়ান আনজুমান আরা বেগমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর গভর্নর রোটারিয়ান দিলনাশি মোহসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগীতজ্ঞ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ কর্ণফুলী জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান রিজোয়ান সিদ্দিকী, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর ডেপুটি গভর্নর রোটারিয়ান ওমর আলী ফয়সাল, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর এসিটেন্ট গভর্নর রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর ডেপুটি গভর্নর মো: শাহ জাহান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, রিভার হালদার আইপিপি খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: শাহাব উদ্দিন, অপর্ণাচরণ সিটি কর্পো: স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জারেখা বেগম, বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিয়া খাতুন, সাবেক জাতীয় ফুটবলার আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন কিডস কালচারাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. সৌরভ সাখাওয়াত। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীর পাল ও শুভাশীষ শুভ। বিকেল ৩টায় প্রথম অধিবেশনে আন্তঃ শিশু বান্ধব সাংস্কৃতিক প্রতিযোগিতা পর্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক এস.এম. আবুল হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম, সেন্ট স্কলাস্টিকাস্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রেনু মারিয়া পালমা, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো: কামাল উদ্দিন, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন ফ্রোবেল একাডেমী, ফ্রোবেল স্কুল, উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুল, রেডিয়ান স্কুল এন্ড কলেজ, টেকনোসাইডার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট স্কলাস্টিকাস্ গার্লস্ স্কুল এন্ড কলেজ, সিলভার বেলস্ উচ্চ বালিকা বিদ্যালয়, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়, বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। ছোটদের সাংস্কৃতিক পরিবেশনায় ছিল- শিশু সমাবেশ, শিশু সাহিত্যিক সম্মিলন, অন্তর শিশু বান্ধব স্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা, নাটক, পাপেট শো, ম্যাজিক, ফ্যাশন শো ও কিডস্ কালচার ইনস্টিটিউট প্রযোজিত সৌরভ সাখাওয়াত রচিত দেবাংশু হোর উড়াল পাখি। দ্বিতীয় পর্বে প্রাক্তন প্রশিক্ষক ম-লীর পরিচালনায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন নাট্য নির্দেশক বাপ্পী চৌধুরী পরিচালিত বিটা পাপেট দল পরিবেশিত ‘পাপেট শো-ম্যমনা, সংগীত ঝুলন দত্ত পরিচালিত কাপ্তাই সাংস্কৃতিক একাডেমী পরিবেশিত জারি গান ও সংগীত পরিবেশনা, নৃত্য প্রশিক্ষক সোমা বোস পরিচালিত শিশু একাডেমী নৃত্য পরিবেশনা, নৃত্য প্রশিক্ষক অনন্য বড়–য়া পরিচালিত প্রাপন একাডেমী নৃত্য পরিবেশনা, নৃত্য প্রশিক্ষক স্বপন বড়–য়া পরিচালিত সঞ্চারী নৃত্যকলা একাডেমী, নৃত্য প্রশিক্ষক তরুণ চক্রবর্ত্তী পরিচালিত দি ক্লাসিক এন্ড ফোক ডান্স পরিবেশিত, নৃত্য প্রশিক্ষক ফজল আমিন শওন পরিচালিত চারুতা সংগীত একাডেমী, নৃত্য প্রশিক্ষক তন্ময় বড়–য়া পরিচালিত নৃত্যরঙ পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবীর পাল পরিচালিত মমতা কালচার ইনস্টিটিউটের পরিবেশনা, সুস্মিতা কর পরিচালিত দ্বীপশিখা খেলাঘর পরিবেশনা, মুজাহিদুল ইসলামের পরিচালনায় তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি পরিবেশন, ওটু স্ট্রিট ডান্স ক্লু পরিবেশিত আধুনিক নৃত্য। ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাশ লিটু পরিচালিত কিডস্ কালচারাল ইনস্টিটিউট ছোটদের মজার মজার যাদু পরিবেশিত হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুদেরকে মানসিকভাবে উন্নতমনস্ক করার জন্য সৃজনশীল চর্চার কোনো বিকল্প নেই। প্রত্যেক শিশুকে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরো অধিক মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, অভিভাবকদের খেয়াল রাখতে হবে যাতে করে শিশুরা কোনো রকম ঝুঁকিপূর্ণ কিংবা কুসংস্কৃতি গ্রহণ করতে না পারে। প্রত্যেক শিশুকে আনন্দ, উৎসাহ ও পরম মমতায় শিক্ষাদান করতে হবে। সভাশেষে প্রধান অতিথি ইচ্ছেমত ছবি আঁকা, আবৃত্তি, অভিনয়, লোকনৃত্য, দেশের গান, যেমন খুশি তেমন সাজো, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ