আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ার রেমিট্যান্স যুদ্ধা ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ইলিয়াস হোসেন লিটনের গ্রামের বাড়ীতে দাপন সম্পন্ন

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইন্নার আলী সাহেবের বাড়ী নিবাসী সাবেক মেম্বার মৃত্যু আলী মুন্সি মেম্বারের প্রথম পুত্র ওমান প্রবাসী মুহাম্মদ ইলিয়াস হোসেন লিটন গত ৩ মার্চ ওমানের নেজুয়া নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মার্চ ২০২৫ ইং ইন্তেকাল করেন।

 

ওমানের সরকারি নিয়মনীতি মাধ্যমে কোম্পানি খরচে প্রবাসী আমজাদ হোসেনের সহযোগিতায় আজ
১৩ মার্চ নিহত ইলিয়াস হোসেন লিটনেরর মরদেহ ওমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
পরিবারের পক্ষে লাশ গ্রহণ করেন নিহতের ছোটভাই সাইমুম উদ্দীন লিমন আজ দুপুর ১ টার সময় লাশবাহী এম্বুলেন্স গ্রামের বাড়ী সাতকানিয়ার কালিয়াইশ নিহতের নিজ বাড়ী এসে পৌঁছালে হাজার হাজার শোকাহত নারি পুরুষের ঢল নামে এক নজর দেখার জন্য, বিকাল ৩ ঘটিকায় কালিয়াইশ ইন্নার আলী সাহেবের বাড়ী জামে মসজিদ মাঠে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত উক্ত জানাজায় আশেপাশের শত শত শোকাহত জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মৃত্যকালে তার এক স্ত্রী এক পুত্র সন্তান,মা,ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে জান। এই রেমিট্যান্স যোদ্ধা দীর্ঘদিন ওমানে কর্মরত ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ