
দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যেবাহী খাতুনগন্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন আয়োজিত মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম রেডিসন ব্লুতে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি মীর গ্রুপ এর চেয়ারম্যান জনাব আবদুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মো:আমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি জনাব খলিলুর রহমান, টিকে গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম, বি,এস,এম গ্রেুপের চেয়ারম্যান আবুল বশর,
বি,জি ,এম,এ এর সাবেক সভাপতি এস,এম, নুরূল হক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি এস,এম, মোরশেদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো আলমগির চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালী থানা নায়েবে আমির আহমদ রশীদ আমু, কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদ, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের জয়েণ্ট সেক্রেটারি রাশেদ আলী, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের অন্যতম সদস্য এস, এম,কামরুজ্জামান সহ চট্টগ্রামের অনেক শিল্পপতি ও ব্যবসায়ী বৃন্দ।