আজ : মঙ্গলবার ║ ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম চন্দনাইশ সন্তোষ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :

চন্দনাইশ পৌরসভা সদরস্থ সন্তোষ বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন। আজ ৩ নভেম্বর চন্দনাইশ পৌরসভা সদরস্থ সন্তোষ বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবরদান উপলক্ষে সকালে প্রভাত ফেরি, বৌদ্ধ পূজা, সংঘদান, বিকালে ধর্মীয় আলোচনা সভা ধর্মদর্শী মহাস্থবিরের সভাপতিত্বে বিহার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ট্রাস্টি সিদ্ধার্থ বড়ুয়া সি.এ। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর হেলাল উদ্দিন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন জ্ঞান তিলক থের, ধর্মীয় আলোচনায় অংশ নেন, তিলকানন্দ মহাস্থবির, অতুলানন্দ মহাস্থবির, ধর্মানন্দ মহাস্থবির, স্বরণা প্রিয় মহাস্থবির, প্রিজ্ঞানন্দ মহাস্থবির, আলোচনায় অংশ নেন, প্রবীর চৌধুরী, সুমিত চৌধুরী, উৎপল বড়ুয়া প্রমূখ। সভায় বক্তাগণ বলেন, ধর্মীয় রীতিনীতি মেনে জীবন যাপন অতিবাহিত করলে ইহকাল ও পরকালে মঙ্গল হয়। সমাজে শান্তি বিরাজ করে। তাই প্রতিটি মানুষের জীবনে ধর্মীয় অনুভুতি বিরাজ করুক এটাই কামনা করেন বক্তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ