
এস এম জাকারিয়া, মীরসরাই ( চট্টগ্রাম ) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১, মীরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
অদ্য ১১ফেন্রুয়ারী, ২০২৫ ( মঙ্গলবার৷) বাদে মাগরিব মীরসরাই উপজেলার সুফিয়া রোডস্থ নুরজাহান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এই নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলা উদ্দিন সিকদার।
এসময় উত্তর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুস সালাম, চট্টগ্রাম জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুর নবী, চট্টগ্রাম জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউছুপ বিন আবু বক্কর, জেলা সমাজসেবা সম্পাদক নুরুল করিম, মীরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, মীরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাইন উদ্দীনসহ নেতৃবৃন্দ।
মীরসরাই উপজেলার দুই সাংগঠনিক শাখায় বিভক্ত মীরসরাই থানা ও জোরারগঞ্জ থানার রোকনবৃন্দের সরব উপস্থিতিতে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মীরসরাইয়ের জনপদে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।