
সাতকানিয়া সংবাদদাতা :
সারাদেশে চলমান ডেভিল হান্ট অপারেশনের ধারাবাহিকতায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আওয়ামী লীগের দুইজন কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারী) রাতে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান। তিনি জানান, বুধবার তাদেরকে চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের তাতিঁ পাড়া চেমনের বর বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ ছাদেক (৪৭), ও ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশা এলাকার মোহাম্মদ সোলাইমানের ছেলে মো: শাহজাহান (৪৮)।
পড়েছেনঃ ৬৩৫