
দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট আমলের পুরো সময়ে সকল অপকর্মের অন্যতম হোতা ছিল শ্রমিক লীগ। ষোলো বছর ধরে তারা প্রতিটি শ্রম সেক্টরে লুটপাট করেছে। শ্রমিকদের অধিকার হরণ করেছে। শ্রমিক নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাস ছিল তাদের নিত্যদিনের কাজ। জুলাই-আগস্টের ছাত্রজনতার আন্দোলনের সময় শ্রমিক লীগ প্রকাশ্য রাজপথে গণহত্যায় অংশগ্রহণ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এখনও বিভিন্ন শ্রম অঙ্গনে বহাল তবিয়তে বসে রয়েছে। কেউ কেউ মুখোশ পরিবর্তন করে বর্তমান অন্তবর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিভিন্ন শ্রম সেক্টরে তারা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।
অবিলম্বে শ্রমিক নিপীড়ক ও জুলাই গণহত্যার অংশীদার শ্রমিক লীগকে নিষিদ্ধ করতে হবে। চাঁদাবাজ, শ্রমিক নিপীড়ক ও খুনীদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক লীগ চক্রান্ত করতে থাকবে। দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে এবং শ্রমিক নির্যাতনের প্রতিকার করতে শ্রমিক লীগকে নিষিদ্ধ করুন। চিহ্নিত শ্রমিক লীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর মাসিক থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত বক্তব্য দেন। মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ।
সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অপকর্মের সাথে জড়িত প্রত্যেক খুনী ও নিপীড়কের বিচার করতে হবে। আয়নাঘর নির্মাণ ও পরিচালনায় সেসকল নিপীড়করা জড়িত, অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নচেৎ শহীদ ও আহত হাজার হাজার মানুষের অধিকার ত্যাগ বৃথা যাবে। জেলায় জেলায় যেসকল টর্চাল সেলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিকদের নির্যাতন করা হতো, সেগুলোকেও অবিলম্বে উন্মোচন করতে হবে।
সারা দেশের প্রতিটি জেলায় জেলায় গোপন টর্চার সেল ও আয়নাঘর আছে কি না অনুসন্ধান করতে হবে। অনতিবিলম্বে হাসিনাসহ যারাই এসবের সাথে জড়িত ছিল, প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নুরুন্নবী, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আবু সুফিয়ান এবং থানা নেতৃবৃন্দ।