আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

কৃষি জমির মাটি কাটায় ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার অপরাধে মো. শেফায়েত হোসেন নামে একজনকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পাঠানিপুলি রসুলাবাদ এলাকার এসবিএল ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডিত শেফায়েত স্কেভেটর চালক। তার বাড়ি বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের মৌলভীপাড়ার ইমাম হোসেনের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, কৃষি জমির মাটি কাটার সময় স্কেভেটর চালক হাতেনাতে ধরা পড়েন। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ