
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ায় স্বনামধন্য বিশিষ্ট রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা,সাবেক বি এন পি নেতা,সাবেক পটিয়া পৌরপ্রশাসক মরহুম মোহাম্মদ আলীর পরিবারের সদস্যগণ প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে পটিয়া প্রেসক্লাবে গত বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে।তার কন্যা সামিহা বলেন,স্টেশন রোডে তাদের মৌরশী ৫৩ শতক জায়গা আছে। তা ভাগ বাটোয়ারা করে ১৪ শতক আছে তার মধ্যে ৮শতক জায়গা বিক্রি করা হয়।
অবশিষ্ট ৬শতক জায়গা আমাদের নামে বি,এস খতিয়ান ভুক্ত আছে। গোবিন্দারখীল মৌজা আর, এস খতিয়ান নং ১০৪২,আর,এস২০৭৫ দাগের উদ্ভুত অফর মামলা নং ২২৭/৪৩ এ সোলে মূলে প্রাপ্ত সম্পত্তি নুরুল ইসলাম ও তার পুত্রগণ,ভাতিজা সহ কাউকে না বলে আমাদের জায়গার উপর ২৫/১১/২৪তাং দোকান ঘর নির্মাণ কাজ করতে থাকেন। এতে আমরা বাঁধা দিলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেন।এতে আমরা নিরুপায় হয়ে মোহাম্মদ আলী সাহেবের ভাতিজা মো: জালাল উদ্দিন ভুমি মালিকদের পক্ষে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রটের আদালতে ১৪৫ধারায় মিচ মামলা দায়ের করেন।
এতে বিজ্ঞ আদালত পটিয়া থানা প্রশাসনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও সহকারী কমিশনার ভুমি প্রশাসনকে মালিকানা ও দখল বিষয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নির্দেশ দিলে ও তারা তা অমান্য করলে,আমরা আবারও আদালতে ৪/১২/২৪তাং আবেদন করি এতে বিজ্ঞ আদালত দোকান ঘর নির্মানের উপর স্হিতিবস্হা বজায় রাখতে নির্দেশ দেন।
এতে পুলিশ উক্ত জায়গায় স্থিতিশীলতা বজায় রাখতে নির্দেশ দিলে দোকান ঘর নির্মাণ কাজ বন্দ হয়ে যায়। এতে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা মামলায় হয়রানি,প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে ভয় ভীতি প্রর্দশন করছেন। গত১২/১২/২৪তাং আমাদের লোকের উপর অর্তকিত ভাবে হামলা করে গুরতর আহত করা হয়।যার ফলে আমদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিকদের লেখনী শক্তির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজন।