
সাতকানিয়া সংবাদদাতা :
সাতকানিয়ার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের মেধাবৃত্তি পরিক্ষা – ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কাঞ্চনা আনওয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা কেন্দ্রে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের মেধাবৃত্তি পরিক্ষায় কাঞ্চনার বিভিন্ন স্কুল-মাদ্রাসাসহ এওচিয়া আমিলাইশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির প্রায় চারশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।পরিক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রক মাষ্টার নাজিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত চলে পরিক্ষার কার্যক্রম।
মেধাবৃত্তি পরিক্ষা পরিদর্শনে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহের, কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ যায়েদ হোসাইন, কাঞ্চনা আনওয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান শামসী, নজরুল ইসলাম, মাঈন উদ্দীন হাসান চৌধুরী, গিয়াস উদ্দিন, সেলিম রেজা, শাহাদাত হোসেন প্রমুখ।