আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা আমীরের শপথ অনুষ্ঠান সম্পন্ন

এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সংগঠন। এটি এমন একটি সংগঠন, যার মজলিসে শূরা, কর্মপরিষদ সদস্য এবং থানা/উপজেলা, জেলা, কেন্দ্র সকল স্তরের আমীর নির্বাচিত হয় সকল স্তরের রুকনদের প্রত্যক্ষ ভোটে। এখানে পদ-পদবীর জন্য কোন প্রকার দলাদলি বা লবিং হয়না।

 

এখানে পদে চেয়ে বা তদবির করে যেমন দায়িত্বশীল চেয়ার পাওয়া যায় না, ঠিক তেমনি দায়িত্ব চলে আসার পর পিছু হটারও সুযোগ নেই। সারাদেশের মতো নব নির্বাচিত মীরসরাই উপজেলার জামায়াতে ইসলামীর আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসকল কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তর জেলা আমীর জনাব আলাউদ্দিন শিকদার।

 

১৯নভেম্বর, মঙ্গলবার বাদে এশা মীরসরাই মাসজিদে জামে আন্ নূরের পার্শ্ববর্তী উপজেলা অফিসে সংগঠিত উক্ত অনুষ্ঠানে উপজেলা অফিস সম্পাদক জনাব শফিকুল আলম শিকদার এর পরিচালনায় কুরআন তিলাওয়াত করেন মাওলানা জাফর উদ্দীন।

এসময় উক্ত শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি উত্তর জেলা তালিমুল কুরআন বিভাগ সম্পাদক জনাব মাওলানা বোরহান উদ্দিনের উদ্ভোদনী বক্তব্যের পর নবনির্বাচিত উপজেলা জামায়াতের আমিরকে শপথ বাক্য পাঠ করান উত্তর জেলা আমীর জনাব আলাউদ্দিন শিকদার। এসময় উক্ত শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তর জেলা নব নির্বাচিত সেক্রেটারি জনাব আব্দুল জব্বার, উত্তর জেলা সমাজ সেবা ও পেশাজীবি সভাপতি ইঞ্জিনিয়ার বোরহান, আইন ও শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন আজাদ, তা’লিমুল কুরআন এর উত্তর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।

 

জামায়াতে ইসলামী বাংলাদেশ মীরসরাই উপজেলা শাখার মহিলা ও পুরুষ রুকনদের প্রত্যক্ষ অংশগ্রহণে উক্ত শপথ অনুষ্ঠানে উপজেলা শূরা নির্বাচন পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার বোরহান।
এসময় অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে দায়িত্বশীল নেতা-কর্মীদের প্রতি আত্মগঠন ও পরিবার গঠনের প্রতি বিশেষ জোর দেয়ার আহ্বান জানান।

পাশাপাশি প্রত্যেককে তার আগামী এক বছরের কর্মপরিকল্পনা এমনভাবে নেয়ার প্রতি দিকনির্দেশনা দেন, যেন তাতে দক্ষ ও শপথবদ্ধ জনশক্তি অন্তত দ্বিগুণ করা যায়।

 

পরিশেষে নব নির্বাচিত আমীর জনাব মাওলানা নূরুল কবীর এর দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক চেয়ে দোয়া পরিচালনার মাধ্যমে উক্ত শপথ অনুষ্ঠান শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ