আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় মহিলা সুদ কারবারির খপ্পরে নিঃস্ব বহু পরিবার

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় এক সুদ কারবারি মহিলার ঋণের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে বহু পরিবার। এমনকি মাত্র ৫০ হাজার টাকার বিপরীতে ৩ লক্ষ টাকা পরিশোধের পরেও এক পরিবারের বিরুদ্ধে উল্টো ১৩ লক্ষ টাকার মামলা দায়েরের অভিযোগ উঠেছে এই মহিলার বিরুদ্ধে। তিনি উপজেলার ছদাহা ইউপির আজিমপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় মহিলা আ’লীগের নেত্রী।

এ বিষয়ে মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গত শনিবার (১২ অক্টোবর) উপজেলার একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাইমিনুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমরা আর্থিক সংকটে পড়ে বিভিন্ন সময়ে রেহেনা আক্তারের কাছ থেকে টাকা নিয়েছি। টাকা নেওয়ার সময় আমরা প্রত্যেকেই প্রতি ২০ হাজার টাকার পরিবর্তে একটি তিনশত টাকা মূল্যের খালি স্টাম্প ও একটি করে খালি চেক দিয়েছি। আমাদের টাকার একান্ত প্রয়োজন ছিল তাই  সরল বিশ্বাসে তাকে এসব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দিয়েছি। যদিও আমাদের মাঝে মৌখিক চুক্তি ছিল টাকা ফেরত দিলে আমাদের স্টাম্প ও চেক ফেরত দেবেন রেহেনা আক্তার। কিন্তু তিনি টাকা নিয়ে আমাদের স্টাম্প এবং চেক ফেরত দিবে বলে উল্টো তার কয়েকগুন বেশী টাকা দাবি করে আদালতে মামলা দায়ের করে দেন।

পরবর্তীতে মামলা প্রত্যাহার করবেন বলেও একাধিকবার টাকা নেন। আমরা প্রতিবার তাকে বিশ্বাস করেছি এই ভেবে যে, তিনি টাকা নিয়ে মামলা প্রত্যাহার করে অন্তত আমাদেরকে তার হয়রানি থেকে মুক্তি দিবেন। কিন্তু তিনি তা না করে উল্টো এখন আমাদেরকে নিয়মিত হুমকি দিচ্ছেন এবং আরো অতিরিক্ত টাকা দাবি করছেন।

লিখিত বক্তব্যে মোহাইমিন আরো বলেন, এই সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীদের একজন হুমায়ুন কবির। তিনি গত ২০১৭ সালে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। বিনিময়ে রেহেনা আক্তার তার কাছ থেকে একটি খালি স্টাম্প এবং একটি খালি চেক নিয়েছিলেন। পরবর্তীতে ২০২০ সাল পর্যন্ত ৪ বছরে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা সুদ আদায় করেন। উল্লেখ্য যে, কয়েকমাস পরে মূল ৫০ হাজার টাকা পরিশোধ করতে চাইলেও সে টাকা ফেরত নেয়নি। বরং তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিভিন্ন ক্ষমতাসীন নেতাদের দিয়ে হুমকি ধমকি প্রদান করেন এবং সুদ দিতে বাধ্য করেন। পরবর্তীতে করোনাকালীন সময়ে সুদ পরিশোধ করতে অপারগ হলে রেহেনা আক্তার বিভিন্ন হুমকি ধমকি দিয়ে হুমায়ুন কবিরের চেক দিয়ে আদালতে তার বিরুদ্ধে আদালতে ১৩ লক্ষ টাকার একটি মিথ্যা মামলা দায়ের করেন এবং মামলা প্রত্যাহার করবেন বলে ২০২৩ সালে পূণরায় ১লক্ষ ৭০ হাজার টাকা নেন। কিন্তু মামলা প্রত্যাহার না করে বর্তমানে উল্টো হুমকি দিচ্ছেন।

একইভাবে নুরুন্নাহারে বিরুদ্ধে ১০ লক্ষ টাকার মামলা করেন এবং আরো অনেক পরিবারের বিরুদ্ধে ১০ লক্ষ, ১৫ লক্ষ, ২০ লক্ষ টাকা করে মামলা করেছেন। এছাড়াও নিয়মিত হয়রানি করে যাচ্ছেন কহিনুর আক্তার, নুরুন্নাহার, ওয়াহিদুর রহমানে, সাহাবুদ্দীন, আরিফুল ইসলাম, ফরিদ, ছফুরা বেগম, রফিক, এহসানুল কবির সহ অন্তত অর্ধশত পরিবারকে।

এই আবস্থায় আমরা এই মহিলার এমন অত্যাচার, মামলা ও হয়রানি থেকে মুক্তি পেতে সাংবাদিকগণ, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় সকল সংস্থার কাছ থেকে সহযোগীতা কামনা করছি।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রেহেনা আক্তারকে ফোন দিলে তিনি কথা বলেননি৷ কিন্তু তার মেয়ে বলেন, আমার মা চাকুরি করে। তিনি টাকা নেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতা করেছেন মাত্র। তাছাড়া ছয় বছর ধরে আদালতে মামলা চলমান আছে। এই মুহূর্তে আমরাতো কিছু করতে পারবনা। যদি কেউ মিথ্যা কথা ছড়ায় তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ