
মোহাম্মদ ইকবাল হোসেন:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিক সময়ের অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৪১ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে ৩৭৫ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সাতকানিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন পুকুরপাড় প্রাঙ্গণে এ মাছের পোনা বিতরণ করা হয়।
মাছের পোনা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী মনোজ চৌধুরী, অফিস সহায়ক বাবুল শীল প্রমুখ।
পড়েছেনঃ ১৫৬