
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার সাতকানিয়া পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ছমদর পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ০৫ মে অভিযানে অবৈধ রং মিশিয়ে আমের জুস ও লিচুর জুস উৎপাদন করার অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় আবদুল জব্বার(৭০), পিতা- আবদুল লতিফ, গ্রাম- ছমদর পাড়া, ০৪ নং ওয়ার্ড, সাতকানিয়া, পৌরসভা, চট্টগ্রাম কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া কারখানার সকল পণ্য জব্দ করে বিনষ্ট করা হয় এবং পরবর্তীতে আর অনিরাপদ খাদ্য উৎপাদন না করার বিষয়ে মুছলেখা নেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
এই সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল।
মোবাইল কোর্টে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া এ অভিযান অব্যাহত রাখবে।