আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সংসদের যাওয়ার উদ্দেশ্য শুধুই আপনাদের সেবার নিয়তে, আমারতো সবকিছু আছে -এম এ মোতালেব সিআইপি

সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপি বলেন, আমার সবকিছু আছে, সংসদের যাওয়ার উদ্দেশ্য শুধুই আপনাদের সেবার নিয়তে।সেবাকে আমি ইবাদত হিসেবে নিয়েছি। আমি যখন নির্বাচিত হইনি তখনও আপনাদের সেবা দিয়ে আসছি।

 

আর উপজেলা চেয়ারম্যান যখন নির্বাচিত করছেন যথাসাধ্য চেষ্টা করেছি বিভিন্ন বরাদ্দ দেওয়ার। এওচিয়াতে আমি উপজেলার চেয়ারম্যান নির্বাচনে সর্বোচ্ছ ভোট পেয়েছি, আশাকরি এবারও আমাকে নিরাশ করবেননা। তবে আমি চাইবো সম্পূর্ণ সুষ্ঠুভাবে কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দেবেন। এইখানে কোন দলীয় প্রভাব চলবেনা, সন্ত্রাসীদের আগ্রাসন চলবেনা।

 

ভোট যদি সুষ্ঠু হয় তাতে আমি যদি নির্বাচিত নাও হই, মনে করবো জনগণ আমাকে বিশ্বাস করেনি। তাতে আমার কোন দুঃখ থাকবেনা। আমি কিন্তু আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবো।

২৫ ডিসেম্বর ৬ নম্বর এওচিয়া ইউপির গোলারঘাট, পশ্চিম গাটিয়া ডেঙ্গা, আলীচান বাড়ি, ওয়াহেদার পাড়া, হিলমিলি, মালাকাটার বাড়ি, এওচিয়ার টেক, চুরামনি, চনখোলা, আলীনগর, দেওদিঘীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্ভোধন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী দেলোয়ার হোসেন, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম শিকদার, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম, সাতকানিয়া মহিলা লীগের নেত্রী রোকসানা আক্তার প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ