
এস এম জাকারিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বালু বহনকারী একটি মিনি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ হাসান (২১) নামের এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে ও-ই মোটরসাইকেলে থাকা মোহাম্মদ ফাহাদ ভূঁইয়া অমি নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাদে মাগরীব আনুমানিক ৬ টার দিকে উপজেলার মিঠাছড়া কেন্দ্রীয় ঈদগার সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় উক্ত মিনি ট্রাকটি দূর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গিয়ে অন্য আরেকটি গাছের সাথে ধাক্কা দেয় এবং ঐ অবস্থায় রেখেই চালক পালিয়ে যায়।
নিহত হাসানের বাড়ি উপজেলার কাটাছরা ইউনিয়নের পশ্চিম বাড়িয়াখালী গ্রামে। সে ওখানকার সারেং বাড়ির মো. নিজাম উদ্দিনের বড় সন্তান। আর আহত হাসান স্থানীয় মহিলা ইউপি সদস্য মোহ সেনা মেম বারের ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বালু বহনকারী একটি বেপরোয়া গতির মিনি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। আরেকজনকে গুরুতরো আহত অবস্থায় স্থানীয় জনগন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। ট্রাক গাড়িটি কিছু দূরে গাছের সাথে ধাক্কা দেয়া অবস্থায় রয়েছে।
এঘটনার বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি। ট্রাক গাড়িটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।