
সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, তিনটি গাড়ি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। ২০ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় বৃহস্পতিবার বিকেলে সাতকানিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে নৌকার প্রার্থী ড. আবু রেজা নদভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সতন্ত্র প্রার্থীর (ঈগল) লোকজন। এসময় উপস্থিত ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ডা. মিনহাজুর রহমান, সদস্য সচিব ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন।
সংবাদ সম্মলনে তারা অভিযোগ করেন, মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া ও নির্বাচন বানচাল করার জন্য নৌকার প্রার্থী আবু রেজা নদভী গত কয়েকদিন যে উস্কানীমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই সন্ত্রাসী কর্মকাণ্ড। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ঢেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ ওমর ফারুকের গাফেলতির কারণে এই ঘটনা ঘটেছে।
এদিকে, ঘটনার দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় এখনো (রিপোর্ট লেখা পর্যন্ত) কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।
পড়েছেনঃ ১৫২