
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ উদ্যেগে আয়োজিত সাক্ষরতা অভিযান-২০২২ এ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো: মোজাম্মেল হক চৌধুরী, মো: আরিফুল ইসলাম, মো: বাপ্পি, মো: আরিস প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।।
পড়েছেনঃ ২৬৩