আজ : বৃহস্পতিবার ║ ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে মডেল মেডিসিন শপ দ্বিতীয় ব্যাচের অনলাইন প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (পিসিবি), ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এবং বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির (বিসিডিএস) সার্বিক সহযোগীতায়, ম্যানেজমেন্ট সায়েন্সস ফর হেলথ (এমএসএইচ) এর বেটার হেলথ ইন বাংলাদেশ (বিএইচবি) প্রকল্পের সরাসরি তত্বাবধায়নে দেশের ৩২ টি জেলায় মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর, ২০২১ দ্বিতীয় ব্যাচের ১২ দিনের ট্রেনিং শুরু হয়েছে।

চাঁদপুর জেলার ৩৫ জন গ্রেড সি-ফার্মেসী টেকনিশিয়ানের উপস্থিতিতে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন এম.এস.এইচ এর ট্রেনিং মনিটর মো: রূহুল্লাহ সিদ্দিকী (বিএইচবি প্রকল্প)। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর অর্থায়ন করছে ব্রিটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
এই ট্রেনিং-এ শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন চাঁদপুর জেলার বিসিডিএস এর সভাপতি মো: মোস্তফা রুহুল আনোয়ার। এতে আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট টিম লিডার মো: নুরুজ্জামান (এম.এস.এইচ) এবং খুলনা বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. মো: আমিরুল ইসলাম।

প্রথমদিন মূল আলোচ্য বিষয় ছিল, বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। সপ্তদশ জাতীয় স্বাস্থ্য নীতির মূল লক্ষ্য অত্যাবশ্যকীয় ওষুধের সহজ লভ্যতা, মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং সর্বত্র সেগুলোর প্রাপ্যতা নিশ্চিত করা। দেশীয় ওষুধ শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সংবাদ বিজ্ঞপ্তি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ