
থানচি (বান্দরবান) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা দলীয় অফিসে ৩৬০জনের নিকট উপহার সামগ্রী বিতরণ করা হয়।
১০মে সকাল ১০টায় বৈশিক মহামারী(কোভিড১৯) এর কারনে কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী।
এসময় সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ওবামং মারমা। সহ সভাপতি মালিরাম ত্রিপুরা,স্বপন বিশ্বাস। উপজেলা কৃষকলীগ সভাপতি শৈসাচিং মারমা। ৩নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অং বাহাদুর ত্রিপুরা,সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সিকদার।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিলো দশ কেজি চাউল,এক কেজি ডাল,এক লিটার তেল।
পড়েছেনঃ ৪১২