
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের উদ্যোগে চন্দনাইশের বরকল, বরমা ও বৈলতলী ইউনিয়নে গরীব দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
আজ ১০ মে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাবেদ মো. দাউদ মিল্টন, বরকল ইনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, বরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন, চন্দনাইশ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়খ সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান বাহাদুর, যুগ্ম আহ্বায়ক প্রবীণ দাশ সুমন, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ নেতা আসিফ মুজতবা কামাল, সাবেক ছাত্রনেতা মোরশেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সদস্য মো. ফোরকান।
বৈলতলী ইউনিয়নে উপস্থিত ছিলেন
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ সম্পাদক ইদ্রিস মিয়া, চন্দনাইশ জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান বাহাদুর, যু্গ্ম আহ্বায়ক প্রবীণ দাশ সুমন, বৈলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহীদুল আলম, সহ-সভাপতি শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মুরাদ, বৈলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ওমর আলী, যুবলীগ নেতা মফিজুর রহমান (মুন্না), সাবেক ছাত্রনেতা মো. রিকেন প্রমূখ।