আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসা উচিত। একই সঙ্গে স্থানীয় সরকার ও জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি অংশগ্রহন করার সিদ্ধান্তকে স্বাগত জানাই। নির্বাচনী রাজনীতিতে বিএনপি এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। কারণ সংসদীয় রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে নির্বাচনে অংশগ্রহনের বিকল্প নেই।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেলের কাজ শেষ হলে বদলে যাবে চিরচেনা চট্টগ্রাম। এই টানেল নির্মাণ শেষে চীনের সংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু ডাউন।বুধবার সকালে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভা তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।এসময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন সেতু সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মোঃ হারুন অর রশিদ,সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ ফেরদৌস প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ