
দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম এর সাথে সি.ডি.এ কার্যালয়ে পূজা পরিষদের সভাপতি এডভোকেট চন্দন তালুকদার এর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় আজ ৯ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান মহোদয় বলেন, চট্টগ্রামের বারআউলিয়ার পূণ্যভূমিতে কোন অসম্প্রদায়ীক অপতৎপরতা করার উদ্দেশ্যে যদি কেউ সনাতনী সম্পাদায়ের বৃহৎ শারদীয়া উৎসব বিনষ্ট করার চেষ্টা করে কাউকে ছাড় দেওয়া যাবে না। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ্য করে বলেন যে, আইনশ্ঙ্খৃলা রাক্ষাকারী যথই সজাগ থাকুক না কেন নিজেদের নিরাপত্তার জন্য নিজেদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সাবেক সভাপতি সাধন ধর, বিমল কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য্য, অধ্যাপক অর্পণ কান্তি বানার্জী, রানা বিশ্বাস, রত্মাকর দাশ টুনু, সুজিত দাশ, যুগ্ম সম্পাদক মিথুন মলিলক, সদস্য পুলক খাস্তগীর, প্রদীপ শীল, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, এড. শিবু মজুমদার, প্রিয়তোষ ঘোষ রতন, স্টালিন দে, জয় চৌধুরী, জয় দত্ত প্রমুখ।