দেশচিন্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওমীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এম. এন. এ, দক্ষিণ কোরিয়া’র বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আতাউর রহমান খান কায়সার এর ৮ম মৃত্যুবার্ষিকীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, চট্টগ্রাম মহানগর এর পক্ষ থেকে মরহুমের চন্দনপূরাস্থ কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের যুগ্ন-আহ্বায়ক যথাক্রমে শাহেদ মুরাদ সাকু, মিজানুর রহমান সজিব, সংগঠনের সদস্য- সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জয়নুদ্দিন আহমদ জয়, কৌশিক ওয়াসিব, জুনায়েদ আহম্মদ, সৈয়দ ওমর, মোহাম্মদ ইরফান প্রমুখ। পরে মরহুমের কবর জিয়ারত এর মাধ্যমে মাগফিরাত কামনা করা হয়।