
প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রামের স্বনামখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঐতিহ্যবাহী সংগঠন আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের উদ্যোগে মাদ্রাসা ক্যাম্পাসস্থ দ্বিতল মসজিদ (আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন নির্মিত) পশ্চিম মুখী সম্প্রসরান কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা ২৪ আগস্ট সোমবার বিকেল পাঁচটায় চান্দগাঁও আবাসিক এলাকাস্থ চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলে ( ইংলিশ মিডিয়াম) অনুষ্ঠিত হয়।
আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের সভাপতি মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আঞ্জুমনের সাধারন সম্পাদক অলি উদ্দিন মোহাম্মদ, সদস্য প্রফেসর ড. এনামুল হক, অধ্যাপক শাব্বির আহমদ, মোহাম্মদ জসিম উদ্দিন কবির, ইঞ্জিনিয়ার শাহ ইমরান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসিফ প্রমুখ। সভায় আগামী ৩ সেপ্টেম্বর মসজিদের সম্প্রসরান কাজ শুরুর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় এবং মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঐদিন উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।