আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

 নাটক ‘ভালোবাসার দলিল’

বঙ্গবন্ধুর প্রতি রিকশা-ভ্যানচালক হাসমত আলীর নিঃস্বার্থ ভালোবাসার বাস্তব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভালোবাসার দলিল’।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকেই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এই হতদরিদ্র মানুষটি শেখ হাসিনাকে নিজের মেয়ে মনে করতেন।
২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি হাসমত আলী রাওয়া ইউনিয়নে ৭ শতাংশ জমি কেনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। ২৪ হাজার টাকায় কেনা সেই জমি হাসমত আলী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে দলিলও করেন। ভ্যানচালক হাসমত জীবদ্দশায় প্রায়ই বলতেন, ‘শেখ হাসিনা আমার মেয়ে। মেয়েটা এখন এতিম। তাই ওর নামে জমি কিনে রাখলাম।’

তার জীবনের সেই গল্প অবলম্বনে এবার নির্মিত হলো বিশেষ নাটক ‘ভালোবাসার দলিল’। এটি রচনা করেছেন মাসুম রেজা। আর প্রযোজনায় আছেন আউয়াল চৌধুরী।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।
প্রযোজক ও চিত্রনাট্যকার আউয়াল চৌধুরী জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ নাটকটি আগামী ২০ মার্চ রাত ৮টা ৪০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ প্রচার হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ